ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আটজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের এলেঙ্গা থেকে যোকারচর পর্যন্ত ৬ কি.মি. যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু পূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, এলেঙ্গা-বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৃথক দুর্ঘটনার ঘটে। এসময় ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই পাবনার বেড়া এলাকার মাইক্রোবাস চালক ফজর আলী নিহত হয়। এতে আহত হয় অন্ততপক্ষে ৫ জন। অপর দিকে একই এলাকায় ঢাকাগামী একটি টমাটো ভর্তি ট্রাক অপর একটি বাসকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এতে আহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল