বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও লালমনিরহাট প্রতিনিধি মোঃ রেজাউল করিম মানিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রায়পুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ দুপুরের পর প্রেসক্লাবের জরুরী সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া দুলাল, সহ-সভাপতি মিজানুর রহমান মোল্যা, এম.এ করিম সাজু, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, ও সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল। সভায় বক্তারা গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল