‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নাটোর জেলার বাাগাতিপাড়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নয়ন মেলা’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মেরিনা সুলতানার সভপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সাংসদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, থানা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ, সেক্রেটারী সেকেন্দার রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, প্রকৌশলী এ.এস.এম শরীফ খথান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ। মেলায় মোট ৪৪টি স্টল দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর