কয়েক দিনের টানা শৈতপ্রবাহে নওগাঁর জনজীবন স্থবির হয়ে পরেছে। তীব্র শীতে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছে না। শুক্রবার বিকালে নওগাঁর বদলগাছী আবহওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজ নওগাঁয় রেকর্ড করা হয়েছে সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রী সেলসিয়াস। চলতি শৈতপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
দুপুর নাগাদ কিছুটা হালকা রোদের দেখা মিললেও বিকেল থেকে পরের দিন দুপুর পর্যন্ত উত্তরের হিমেল হাওয়ায় এবং ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে খেটে খাওয়া শ্রমজীবি, কর্মজীবী সাধারণ মানুষরা পরেছেন চরম বিপাকে। অনেকেই সকাল অথবা সন্ধ্যায় খড়-কুটায় আগুন জেলে শীত নিবারণের চেষ্টা করছেন।
নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ মুমিনুল হক জানান, শীতজনিত সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগে জেলা সদরসহ ১১টি উপজেলা হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদের মধ্যে বেশির ভাগ শিশু ও বৃদ্ধ।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানান, তীব্র শীত ও ঘনকুয়াশার কারণে শস্য ক্ষেতে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল