গোপালগঞ্জে ট্রলির চাপায় এম.এ দাউদ (৪৫) নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা যুবলীগের আহবায়ক নিহত হয়েছেন। আজ দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই উপজেলার মাছকাটা গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এস.আই মোঃ ইউসুফ আলী জানান, ওই যুবলীগ নেতা গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে করে বাগেরহাট জেলার গ্রামের বাড়ি যাওয়ার পথে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রলি মোটরসাইকেলসহ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রলিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল