বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার বিকালে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রোহন পরিবহন পিছন থেকে মোটরসাইকেলে থাকা আবু বক্করকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা আবু বক্কর সিদ্দিকের স্ত্রী হাওয়া বেগম (৩২) গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। নিহত আবু বক্কর সিদ্দিক ফকিরহাট উপজেলার পাগলাদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। নিহত আবু বক্কর পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস কাঠালতলা এলাকায় আসলে মোটরসাইকেল আরোহী আবু বক্করকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই আবু বক্কর নিহত হয়। আবু বক্করের স্ত্রী হাওয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/হিমেল