গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলীর মা জাহানারা বেগম বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাবেক মেয়র হাসমত আলী সিকদার চুন্নু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার লাশ গোপালগঞ্জে আনার পর জানাযার নামাজ বাদ গোপালগঞ্জ পৌরসভার গেটপাড়া কবর স্থানে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব