গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শনিবার ভোরে পরিত্যক্ত একটি পোল্ট্রি হ্যাচারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ আলী জানান, সফিপুর এলাকায় ভোরে একটি পরিত্যক্ত একটি পোল্ট্রি হ্যাচারিতে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।
আগুনে ওই হ্যাচারির মালপত্র পুড়ে গেছে বলে জানা যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ