নওগাঁর মহাদেবপুর উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. সামছুর রহমান, বয়স ৪৭ বছর। শনিবার সকালে নওগাঁ-পত্নীতলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে সামছুর রহমান নওগাঁ-পত্নীতলা মহাসড়কের মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বড় ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে নজিপুরগামী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সামছুর রহমান উপজেলার আলীপুর গ্রামের মৃত কিতাবের ছেলে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ