ভারতে পাচারের সময় খুলনার জিরোপয়েন্ট থেকে ৪৯৪টি সুন্ধি কচ্ছপসহ ৩ জনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতরা হচ্ছে-প্রদীপ বারই (৪৫), শুভদেব রায় (৩০) ও মাসুম মোল্লা (৪৩)। এদের বাড়ি বরিশাল জেলার আগৈলজরায়। বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা এই কচ্ছপগুলো পিকআপভ্যানে করে সাতক্ষীরায় পাটকেলঘাটায় নেওয়া হচ্ছিল।
শনিবার খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মদিনুল আহসান এসব কথা জানান। তিনি বলেন, শুক্রবার গভীর রাতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে পিকআপ ভ্যান থেকে ওই কচ্ছপসহ পাচারকারীদের আটক করা হয়। উদ্ধার করা কচ্ছপগুলোকে ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/হিমেল