গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী কালীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এস এম মাহবুবুর রহমান (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি বগুড়ার শেরপুর থানার দশশিকা পাড়া এলাকায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা খন্দকার মু. মুশফিকুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, আজ গাজীপুরের জয়দেবপুর থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল কালীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলীয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি কভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার