মেহেরপুরে পুলিশি অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। মেহেরপুর সদর, গাংনী ও মজিবনগর থানার বিভিন্ন গ্রাম থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অতিরিক্তি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃতরা সবাই জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার আসামি। পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ