বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধার মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা। সোমবার সকাল ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ ব্যারিকেট দিয়ে দলীয় কার্যালয় চত্বর ঘিরে রাখে। পরে তারা সেখানেই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। পরে সংক্ষিপ্ত মানববন্ধনে জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানসহ নেতারা বেগম জিয়ার মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল