সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়ার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা ছাত্রদল।
সোমবার বেলা সোয়া ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, যুগ্ম-আহ্বায়ক শাহজানান খান, মোমিন হোসেন, রাজিব খান প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা