বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুরু করা লক্ষ্মীপুর বিএনপি’র মানবন্ধন পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। এসময় নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। এছাড়া ৬ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন বিএনপি। আজ সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এদিকে একই দাবিতে আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
আটককৃতরা হলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিপন, বিএনপি কর্মী নুরু, রাশেদ, আলমগীরসহ ৬ নেতাকর্মী।
কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে যান তারা। এসময় পুলিশ অতর্কিতভাবে তাদের উপর হামলা চালিয়ে লাঠিচার্জ করে ব্যানার ছিনিয়ে নিয়ে ৬ জনকে আটক করে।
এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল