কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশের সাথে বিএনপি নেতৃবৃন্দদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এক পর্যায়ে পুলিশ বিক্ষোভ মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এসময় ধাওয়া করলে বিএনপির নেতৃবৃন্দরা আইনজীবী সমিতির চত্বরের মধ্যে গিয়ে পূণরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসনের নামে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুজিবর রহমান টোটন, জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল