মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা অংশের পদ্মা নদীতে সোমবার ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার মণ জাটকা, ৯০ হাজার মিটার কারেন্ট জালসহ নয় জেলেকে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন জানান, ভোরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার মণ জাটকা, ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জনকে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ও পদ্মা নদীর তীরে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইকবাল হোসেন, সহকারী মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা শরোজিৎ কুমার ঘোষ প্রমুখ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাসেম (৫০), মো. মাঈনউদ্দিন (৩০), মো. সাঈদ (৩২), ওসমান গণি (৩৫), ওবায়দুল (২৫), সন্তস দাস (২৫), মো. খলিল (৪০), মো. মনির হোসেন (৪০), মো. জিলানী (৩০)।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ