কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং দেশীয় তৈরি এলজি (আগ্নেঅস্ত্র) ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম নূর বশর, বয়স ৩৫ বছর। সোমবার সকালে ইউনিয়নের মিনাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নির্মলেন্দু চাকমা বলেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
নূর মিনাবাজার এলাকার মো. হোসনের ছেলে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ