রংপুরের বদরগঞ্জে ইয়াবাসহ আলমগীর (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ পিস উদ্ধার করা হয়।
সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউপির খোর্দ্দ বাগবাড় সহিদুল কবিরাজের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আটক আলমগীর পার্বতীপুর ধোপাকলের শামসুদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ