বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধ রায় দিয়ে জেলহাজতে প্রেরনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
সোমবার সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করতে চাইলে সেখানে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধা উপেক্ষা করে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, মেহেদি হাসান আলিম, সাংগঠনিক শফিকুর রহমান, জেলা বিএনপি'র প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক এ কে এম মনিরুল হক মনিরসহ জেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ ।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডঃ ফরহাদ ইকবাল প্রমূখ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর