লালমনিরহাটের বিতর্কিত মামলাবাজ এমপি মোতাহার হোসেন ও তার সহযোগী কতৃক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজামসহ অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে মানববন্ধনটি পালন করা হয়। মানববন্ধনে ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারন সম্পাদক ফিরোজ খান, সাবেক সভাপতি আব্দুল আওয়াল ঢালী, সাবেক সভাপতি শাহজাহান সেলিম, সাবেক সভাপতি মাইন উদ্দিন, সাবেক সাধারন এম এ মালেক খান উজ্জল, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, মোবাশ্যারুল ইসলাম সবুজ, আব্দুল ওয়াদুদ মিয়া, হাদিকুর রহমান হাদিস, অলমগীর হোসেন, শাহাব উদ্দিন, আসাদুজ্জামন ফজলু, কামরুল আরিফিন, আরিফুল হক পলাশ, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু, বয়েজ ক্লাব সভাপতি এস.এম গোলাপ, উপজেলা অঞ্চলিক শ্রমিকলীগের সাবেক আহবায়ক নাজমুল হক সরকার, অভ্যুদয়ের সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান মামুন, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম মিলন, ক্রীড়া সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন সহ ভিবিন্ন শ্রেণীপেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সিনিয়র রিপোর্টার সাঈদুর রহমান রিমন ও গোলাম রাব্বানীকে বিবাদী করে গত ১১ ফেব্রুয়ারী লালমনিরহাট আমলি-৪ আদালতে বিতর্কিত মামলাবাজ এমপি মোতাহার হোসেনের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকত হোসেন বাচ্চু ও সারোয়ার হায়াৎ খান পৃথক দুটি মামলা করেন।
স্থানীয় সাংবাদিক নেতারা সেই মিথ্যা মামলার নিন্দা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, অতিদ্রুত বেপরোয়া এমপি মোতাহার হোসেন ও তার সহযোগীদের লাগাম টানুন। তারা আরও বলেন, মামলা দিয়ে কখনো নিজেদের অপকর্ম ঢাকা যাবে না। সব রক্তচক্ষু উপেক্ষা করে একজন সাংবাদিক যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সত্য সংবাদ প্রচার করেন তখনই তাদের গাত্রদাহ শুরু হয়। এরপরই তারা সাংবাদিকদের নানাভাবে হেয় করার জন্য একের পর এক মিথ্যা মামলা ও হুমকি দিতে থাকেন, যা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর