দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় মানববন্ধন করতে চাইলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। আজ দুপুর দুইটায় বিএনপির জেলা মহিলা দলের উদ্যোগে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি করতে চাইলে পুলিশ এ বাধা দেয়।
প্রথমে ব্যানার নিয়ে দাঁড়ালে পুলিশ ব্যানার সরিয়ে নেয়। পরে পুলিশি বাধার মুখেই সদ্য জামিনে আসা কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন বলেন, এটা অগণতান্ত্রিক আচরণ। মিথ্যা বানোয়ট মামলায় সাজা দেয়া কোন গণতন্ত্রের কাজ না।
বিডি প্রতিদিন/এ মজুমদার