হবিগঞ্জে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মন্নানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদরের বড় বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শহরতলীর বড় বহুলা বাইপাস সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এম এ মন্নানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে মিছিলের চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং অভিযান চালিয়ে মন্নানকে গ্রেফতার করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ মন্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ এসল্টসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত