বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডস্থ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফা জামান, নগর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা মহিলা দল সাধারণ সম্পাদক সাবেরা আলাউদ্দিন, শিক্ষক নেতা নেছার আহমেদ রাজু, যুবদল নেতা পিটার মাহমুদ, বকুল ও ছাত্রদল নেতা তোফায়েল আহমেদসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর