বিএনপিকে ভাঙার জন্য বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে একটি গেইট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশে বেগম জিয়াকে ডিভিশন দেয়া হবে অবশ্যই। তবে এ ডিভিশন পাবেন জেলকোড অনুসারে। জেলখানায় গুলশানের সুবিধা দেওয়া সম্ভব নয়।
এসময় মন্ত্রীর সাথে সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা