উপজেলা পরিষদের অর্থায়নে এর বিভিন্ন অফিস প্রধান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ১১ ইউপি চেয়ারম্যানকে একটা করে মোট ৫০টি মোবাইল সেট ও সিম বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউএনও রওশন আরা পলি এগুলো বিতরণ করেন।
ইউএনও রওশন আরা পলি বলেন, কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্থায়ীভাবে এ ফোন ব্যবহার করবেন। যাতে সাধারণ জনগণের যোগাযোগ করতে সমস্যা না হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা