বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে বিএনপি।
সোমবার সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে জেলা বিএনপির উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রী বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আবদুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদল সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস।
এসময় বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, এডভোকেট কাজী কবির, আমিনুল ইসলাম শাহীন, , জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান সহ বিএনপি, যুবদল, ছাদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান