বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার সকাল ১টায় শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,জেলা স্বচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড.হাবিবুর রহমান হাফিজ,বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন,শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুর রহমান মৃধা,যুগ্ম-আহবায়ক লিটন বিশ্বাস,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা,সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল সৈয়দ সাদিকুর রহমান,শেখ সুলতান মাসুদ,লিটন মিয়া,জাহাঙ্গীর হোসেন টান্ডুসহ আরো অনেকে।
বিডিপ্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান