সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র (একাংশ) মানববন্ধনে অংশ নেন দলের ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ। মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটায় থানার সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
নুর আসাদকে আটকের সত্যতা স্বীকার করেছেন থানার পুলিশ পরিদর্শক দুলাল আকন্দ।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব