ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিনসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। এঘটনায় পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিন সমর্থিত বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা ফেনী-সোনাগাজী সড়কের ডাক বাংলায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে আজ দুপুরে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখারের নেতৃত্বে টুটুল পাটোয়ারিসহ ১০-১২ জনকর্মী অতর্কিতভাবে রবিনের ওপর রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা করে। এসময় রবিনসহ আরো ৯ নেতাকর্মী আহত হয়। আহতরা হচ্ছে পৌর ছাত্রলীগ নেতা শাহীন আলম, বক্তামুন্সী মাদ্রাসার ছাত্রলীগের আহবায়ক ইসমাইল মিয়াজী, বক্তারমুন্সী স্কুলের সভাপতি মুরাদ, ছাত্রলীগকর্মী তৌহিদ হোসেন, রিজভী, মাসুদ ও সুমন। আহত রবিনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশের এসআই সেলিম ও এক কনস্টেবল আহত হয়।
ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ জানান, এঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যে হোক তাকে শাস্তি পেতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার