বগুড়ায় শুরু হচ্ছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। আগামী মঙ্গলবার সকালে র্যালী শেষে বিকাল ৪টায় এ মেলার উদ্ভোধন করা হবে। মেলার উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন ও পৌর এডওয়ার্ড পার্কে এই মেলা শুরু হবে।
সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূগকে উৎসাহিত করা এবং সেবাদানকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ই- সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। মেলাায় থাকছে ৫৪টি স্টল।
উদ্বোধনী দিনে র্যালী, ব্র্যান্ড বুক'র মোড়ক উন্মোচন, ১৪ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, সরকারি দপ্তরের ডিজিটাল কার্যক্রম উপস্থাপন, ১৫ ফেব্রুয়ারি আমার চোখে ডিজিটাল বাংলাদেশ প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং এইদিন সন্ধ্যা ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে। মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ বিকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার