খুলনায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আব্দুস সোবাহান সানা (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় তার ছেলে মো. মিলন সানা (২০) আহত হন। নিহত সোবাহান সানা খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের ওয়াজেদ সানার ছেলে। আজ বিকালে সাব-রেজিষ্ট্রি অফিসের পাশে ভৈবর স্ট্যান্ড রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের পুরাতন দেওয়াল ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে মৃতদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার