বরিশাল মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানার এসআই সাইদুল।
রতন অভিযোগ করেন, আজ ব্রাউন কম্পাউন্ডের মসজিদে আসরের নামাজ আদায় করে বের হওয়ার পর পরই পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায়। পুরনো সবগুলো রাজনৈতিক মামলায় জামিন এবং নতুন কোন মামলার আসামি না হওয়ার পরও পুলিশ তাকে রাজনৈতিক কারণে আটক করেছে বলে তার অভিযোগ।
কোতয়ালী মডেল থানার এসআই মো. সাইদুল ইসলাম জানান, কামরুল হাসান রতন একটি পুরনো রাজনৈতিক মামলার সন্দেহ ভাজন আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
যুবদল নেতা রতনকে কোন সু-নির্দিস্ট অভিযোগ ছাড়া গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার