আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মাঠে নৌ ও বিমান উইং এর বার্ষিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার বাইপাইল এলাকার বাংলাদেশ ক্যাডেট কোর (বিএনসিসি) মাঠে ৪ ফেব্রুয়ারি থেকে ১০ দিনব্যাপী উইং ক্যাম্পিং শুরু হয়ে আজ আনুষ্ঠানিক সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়েছে। উক্ত ক্যাম্পিং এ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শত জন পুরুষ ও মহিলা ক্যাডেট এবং ২০ জন বিটিএমও, পিউইও, টিইউও অংশগ্রহণ করেন।
এতে সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী বলেন, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে শুধু পুলিশ, প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের রক্ষা করতে শিক্ষক ও অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া সমাজের ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার