সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন-বিইজের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেল ৪টায় নতুনবাজারের কার্যালয়ে এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন’র পরিচালনায় ২০১৮-২০১৯ সনের কার্যকরী কমিটি গঠন নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিনিধি সাইফুল ইসলাম বেগকে সভাপতি ও সাবেক কোষাধ্যক্ষ, দৈনিক আমাদের অর্থনীতি ও বিজয়ের কন্ঠ’র প্রতিনিধি মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও দৈনিক আগামীর সময়’র প্রতিনিধি পাভেল সামাদকে কোষাধ্যক্ষ মনোনীত করে করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- লোকমান হোসেন (দৈনিক আমাদের সময়), আববাস হোসেন ইমরান (দৈনিক ভোরের কাগজ ও শুভ প্রতিদিন), সদস্য মাশুক নাঈম (সিলনিউজ বিডি) ও কামরুল আশিকী (বিশ্বনাথটুডে টুয়েন্টিফোর)।
বিডিপ্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান