বগুড়া পৌর সভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমকে লক্ষ্য করে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এসময় মাটিতে শুয়ে প্রাণে রক্ষা পায় ওয়ার্ড কাউন্সিলর। এঘটনায় শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বগুড়া শহরের সুত্রাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুমকে অভিযুক্ত করা হয়েছে।
জানা যায়, আজ বগুড়া শহরের ফুলদিঘি মধ্যপাড়া এলাকায় এলাকাবাসির চলাচলের রাস্তা ও জায়গা জমি নিয়ে শালিসে যায় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম। এসময় উভয় পক্ষে তর্ক জড়িয়ে গেলে হঠাৎ করে মাসুম কামাল মাসুম গুলি ছোঁড়ে। এতে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, জমির সীমানা নিয়ে মিমাংসা করার সময় গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে। চার রাউন্ড গুলি ছোঁড়ে। প্রথম গুলি করার পরই মাটিতে শুয়ে পরে নিজেকে রক্ষা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার