২০১৭ সালে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অবহেলার দায়ে ৬৯ পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ‘ঘ’ শ্রেণিভূক্ত ৫৬ জনকে এক বছরের জন্য এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে এবং ‘ঙ’ শ্রেণিভূক্ত ১৩ জনকে আগামী দুই বছরের জন্য উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত গত রবিবারের এক অফিস আদেশে জানা গেছে, উত্তরপত্র পুনঃমূল্যায়নে দেখা যায়, অনেকের উত্তরপত্রে নম্বর প্রদানে ত্রুটি ছিল। যা দায়িত্ব অবহেলার সামিল। শাস্তিপ্রাপ্তদের মধ্যে দুই জন অধ্যক্ষ, দুই জন উপাধ্যক্ষ, ১৭ জন সহকারী অধ্যাপক ও ৪৮ জন প্রভাষক রয়েছেন।
পরীক্ষকদের বিরুদ্ধে পৃথক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা স্বীকার করে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, প্রধান পরীক্ষক ও উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রতিবেদনের উপর ভিত্তি করেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থার ফলে পুনঃমূল্যায়নের আবেদনও অনেক কমে আসবে এবং পরীক্ষকরাও সচেতন হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার