বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় রোজা পালন করেছেন প্রায় দুই হাজার নেতাকর্মী।
বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বলছেন, প্রায় ২ হাজার নেতাকর্মী সোমবার রোজা পালন শেষে সন্ধ্যায় বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ইফতার মাহফিল করেন।
ইফতার মাহফিলে খাবার হিসেবে ছিল আপেল, খেজুর, খিচুড়ি, জিলাপী, মুড়ি, পানি শশা। ইফতার মাহফিলের আগে থেকেই বায়তুর রহমান মসজিদ এলাকায় বিভিন্ন এলাকার নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। মাগরিবের আযান হলে এক সাথে ইফতারে অংশ নেয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, জেলার বিভিন্ন উপজেলাতেও নেতকর্মীরা রোজা পালন করেছে। জেলা শহরে প্রায় ২ হাজার নেতাকর্মী রোজা পালন করে। রোজা পালন ছাড়াও কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
বগুড়া জেলা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একই দাবিতে সোমবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা মেয়র এ্যাড: মাহবুবুর রহমান, রেজাউল করিম বাদশা, বীরমুক্তি যোদ্ধা শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডা. শাজাহান আলী, ফজলুল বারী বেলাল, আহসান তৈয়ব জাকির, কাজী রফিকুল ইসলাম, অ্যাডঃ নাজমুল হুদা পপন, সহিদুন্নবী সালাম, মাহমুদ শরিফ মিঠু, ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, ফারুকুল ইসলাম ফরুক, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত