পটুয়াখালীর কলাপাড়ায় ৫৬ পিস ইয়াবাসহ লিজা আক্তার (২৯) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মহিপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে রবিবার মধ্যরাতে উপজেলার মহিপুর থানার বিপীনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার স্বামী মিজান ফরাজী একজন ভাড়াটে মোটরসাইকেল চালক পুলিশ সূত্রে জানা গেছে।
এসআই হাফিজুর রহমান জানান, লিজা দীর্ঘদিন তার স্বামীর সঙ্গে ইয়াবার ব্যবসা করে আসছিল। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার