পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসত ঘর পুড়ে গেছে। এ সময় ঘরের মধ্যে থাকা ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সোমবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর-তদন্ত) শহীদুল ইসলাম জানান, দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামে আব্দুস ছাত্তারের ঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আব্দুল ছাত্তারের শাশুড়ী ফাতেমা ঘরে ছিলেন। আগুনে আব্দুস ছাত্তারের ঘর ও পাশ্ববর্তী আব্দুর রহিমের ঘর পুড়ে যায়। দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে এলাকাবাসী সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল