কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার কটিয়াদী উপজেলার বোয়ালিয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসী অভিযোগ করেছেন, বোয়ালিয়া খেলার মাঠের সামনে থেকে কুড়িখাই মেলা প্রাঙ্গন পর্যন্ত প্রায় এক কিলোমিটার যাতায়াতের কোন রাস্তা নেই। জমির আইল দিয়ে প্রায় ২০ টি গ্রামের মানুষকে প্রতিদিন যাতায়াত করতে হয়। তাছাড়া কুড়িখাই খালের ওপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা খালের ওপর পাকা ব্রিজসহ রাস্তা নির্মাণের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন কবি নূরে মালেক মজিব পাঠাগারের প্রধান উপদেষ্টা আবদুর রহমান রুমী, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম গঙ্গা, কটিয়াদী পৌরসভাপর প্যানেল মেয়র সাকিল আহমেদ, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, স্থানীয় ইউপি মেম্বার জিয়াউর রহমান, প্রাক্তন কাউন্সিলর আশরাফুল হক দাদন, সমাজ সেবক আবুল কালাম প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ