চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন সাড়ে ৪ হাজার ট্রলিসহ শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন সড়ক-মহাসড়কে চলাচল করছে। সড়ক-মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী অবৈধ যানবাহন চলাচল করায় পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে অবৈধ যানবাহন চলাচল অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া সড়ক দুর্ঘটনা লেগেই রয়েছে। গত এক বছরে ভটভটি-নসিমন-করিমন দুর্ঘটনায় জেলায় প্রায় ৩০জন প্রাণ হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ভেতর বৈধ মাহেন্দ্রা গাড়ি প্রবেশ করতে না দিলেও ভটভটি-নসিমন-করিমন অবাধে চলাচল করায় মাহেন্দ্রা মালিকদের ক্ষোভ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্যালো মেশিন চালিত প্রায় ১৩’শ ট্রলি এবং প্রায় ৩ হাজার ভটভটি, নসিমন-করিমনসহ বিভিন্ন যানবাহন রয়েছে।
এদিকে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি, ভটভটি, নসিমন, করিমনসহ সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পরিবহণ মালিক-শ্রমিকরা একাধিকবার পরিবহণ ধর্মঘট পালন করলে প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু এখনও সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করায় পরিবহন মালিক-শ্রমিকদের ভাবিয়ে তুলেছে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন পরিবহন মালিক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন