বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সকাল ১০টা থেকে শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপি অনশন কর্মসূচী পালন করেছে।
এসময় নেতাকমীর্রা রাস্তায় বসে খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেন। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনশন কর্মসূচীতে আরো বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চান, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, লাভলী রহমান, আলী আজগর হেনা, বিএনপি নেতা আব্দুর রহমান, ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডাক্তার শাহ মো. শাহজাহান আলী, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, আবুল বাশার, আব্দুল ওয়াদুদ. আব্দুল হামিদ মিটুল, এসএম রফিকুল ইসলাম, মাজেদুর রহমান জুয়েল, আলীমুর রাজি তরুন, লিটন শেখ বাঘা, মাহবুব হাসান লেমন , শফিকুল ইসলাম প্রমুখ।
অনশন শুরুর পর দেয়া বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বেশীদিন জেলে রাখতে পারবে না সরকার। তাই মুক্তি না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।
বিডিপ্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান