পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে চলছে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। প্রথম বসন্ত আর ভালবাসা দিবসকে সামনে রেখে গত কয়েক বছর যাবত এই উৎসব আয়োজন করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। পঞ্চগড়ের সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। এই উৎসবের জন্য বছর ধরে অপেক্ষা করেন শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
বুধবার দুপুরে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন সরকার। এসময় তিনটি দেয়াল পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়। সারাদেশের মতো পঞ্চগড় জেলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পিঠার সাথে জড়িয়ে রয়েছে এ জেলার মানুষের নিবিড় আনন্দ। আর সেই আনন্দকে সম্মিলিত ভাবে উৎসব মুখর পরিবেশে উদযাপন করছে এই জেলার মানুষ। পিঠা উৎসবকে কেন্দ্র করে তরুণ তরণীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। সেই সাথে দর্শকরা উপভোগ করছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার নাট্য সংগঠন ভূমিজ এই উৎসব ঘিরে দুই দিনব্যাপী বসন্তের নাট্য প্রযোজনা মঞ্চায়ন করছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন