লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শুদ্ধভাবে জাতীয় সংগীত প্রতিযোগিতা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে রায়পুর রেসিডেন্সিয়াল কলেজ এবং স্কুল পর্যায়ে রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমী উপজেলায় চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় ৫৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করে।
সাংবাদিক মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়। বিচারক প্যানেলে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক তমালিকা চক্রবর্তী, চরপাতা ইছহাকিয়া মৈত্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর মজুমদার ও বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিল্পী রানী চক্রবর্তী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রতিযোগি ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার