নেত্রকোনা পৌর এলাকার পূর্ব পুকুরিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে কাঁলাচান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে হামলায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোরে তিনি মারা যান।
নিহতের ভাই লালমিয়া ও ভাইয়ের স্ত্রী খালেদা জানান, তাদের একমাত্র কন্যা কুসুমাকে বছর দুয়েক পূর্বে বিয়ে দেন মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের রতনের ছেলে জামালের কাছে। পরবর্তীতে মেয়ের জামাইকে ঘর জামাই হিসেবে নিয়ে আসেন। কিন্তু জামাল নেশাগ্রস্থ হওয়ায় প্রায় মাস ছয়েক পূর্বে মেয়েকে তালাক করিয়ে জামালকে তাড়িয়ে দেন। তালাকের পর থেকে জামাল তার চাচা পূর্ব পুকুরিয়া এলাকার জ্যোতি মিয়ার বাড়িতে অবস্থান করে দিনমজুরের কাজ করেন। গত সোমবার রাত ১২ টার দিকে জামাল কুসুমাকে তুলে নিতে সাঙ্গ পাঙ্গ নিয়ে লাল মিয়ার বাড়িতে হামলা করে। এদিন লাল মিয়া ও তার খালেদা বাড়িতে ছিলেন না। খালি বাড়িতে হামলা চালালে কুসুমাকে ফেরাতে চাচা কাঁলাচান এসে বাঁধা দেন। তখন জামাল ও তার লোকজন কালাচাঁনকে অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরতর আহত হন। সেই সাথে বাড়ি ঘরেও ভাঙচুর করে। পরে গত মঙ্গলবার আহত কালাচাঁনকে নেত্রকোনা অঅধুনিক সদর হাসপাতালে নিলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ রেফার্ড করেন। আজ ভোর রাতে তিনি মারা যান।
এ ব্যাপারে পুলিশের এস আই তপন চন্দ্র বাকালি জানান, গত সোমবার বাড়িতে হামলার বিষয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে আহত কালাচাঁন ময়মনসিংহে মারা গেছেন। লাশ নিয়ে আসলে ময়নাতদন্ত সাপেক্ষে মামলার অগ্রগতি হবে। মামলায় বাদী হয়েছিলেন নিহতের নাতনি ফারুক মিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার