কক্সবাজারের টেকনাফে বিজিবি সেনারা বসত-বাড়িতে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করেছে। এই ব্যাপারে বাড়ির মালিককে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, আজ টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে সাবরাংয়ের খয়রাতি পাড়ার মৃত সাঈদ মোহাম্মদের ছেলে মো. ফজল হক (৪০) এর বসত-বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে একটি কক্ষের খাটের নীচে রাখা ইয়াবা ভর্তি একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। এসময় বাড়ির মালিক পালিয়ে গেলে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গণনা করে ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও নগদ বাংলাদেশী ৮০ হাজার টাকা পাওয়া যায়। এই ঘটনায় বাড়ির মালিককে পলাতক আসামি করে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত দেড় লাখ ইয়াবা ও নগদ ৮০ হাজার টাকা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার