ফতুল্লার নন্দলালপুর এলাকার বেকারীর গলি থেকে আজ রাত সাড়ে ৮ টায় এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহটি নন্দলালপুর বেকারী গলিতে ফেলে গেছে দুর্বৃত্তরা। শিশুটির গায়ে সুয়েটার পড়নো ছিল। একই সঙ্গে লুঙ্গি দিয়ে শিশুটিকে পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার