জাতির জনকের হাতে গড়া সমবায় বিভাগের হারানো গৌরব চলতি বছরের মধ্যে ফিরে পাবে, এজন্য সরকার প্রয়োজনীয় কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ বিকেলে জেলা পরিষদ হলরুমে ময়মনসিংহ বিভাগীয় সমবায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সমবায় বিভাগের দুর্বলতা কাটিয়ে তুলতে সমবায়ের বিধি বিধান যুগোপযোগী করা হবে। আগামী এক মাসের মধ্যে সারাদেশ ব্যাপী সমবায়ীদের উপযোগী প্রশিক্ষণ ব্যাপকভাবে শুরু করা হবে।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব বেগম মাফরুহা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমবায় বিভাগের নিবন্ধক ও মহাপরিচালক মো. আব্দুল মজিদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক খোরশেদ আলম, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার সফল সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।
এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশে আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। সীমিত সম্পদ এবং কৃষি জমি কম থাকা ও জনসংখ্যা অনেকগুনে বেশি থাকায় যা ছিল অস্বাধ্য। যা বিদেশেও এখন রোল মডেল হিসাবে স্থান করে নিয়েছে। আর এসব হয়েছে সমবায়ীদের মাধ্যমেই। যার ৯০ ভাগ সফলতার দাবীদার সমবায়। সমবায় ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
পরে মন্ত্রী ময়মনসিংহ টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের সম্মেলনে যোগদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার