কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ায় বাচামিয়ার ঘোনায় ছোট ভাই আতিকুর রহমান (২০) এর ছুরিকাঘাতে বড় ভাই হাবিবুর রহমান (২২) খুন হয়েছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই এলাকার মো. আলমের ছেলে। ঘটনার পর আতিকুর রহমান পলাতক রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর